আল হেলাল একাডেমী ভর্তি বিজ্ঞপ্তি নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি ফরম ফি বাবত১৫০টাকা 01728563480 নম্বরে বিকাশ করে ট্রান্সজেকশন আইডি সংরক্ষণ করতে হবে। এরপর স্কুলের ওয়েবসাইটের Online Admission Form এ ক্লিক করে উক্ত ট্রান্সজেকশন আইডি ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলে মূল এডমিশন ফরম পাওয়া যাবে। মূল এডমিশন ফরমে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করে মূল ভর্তি ফরম ফাইনাল সাবমিট করতে হবে। তখন অভিভাবকের মোবাইলে লগইন আইডি ও পাসওয়ার্ডসহ একটি ম্যাসেজ যাবে। ভিউ করে দেখতে হবে- ইনফরমেশন সঠিকভাবে এসেছে কি না? তারপর এডমিশন ফরমটি প্রিন্ট নিতে হবে। অভিভাবক ও শিক্ষার্থীর স্বাক্ষর সহ এডমিশন ফরম স্কুল অফিসে জমা দিতে হবে। ইন্টারনেটের গতিজনিত কোন সমস্যা বা অন্য কোন কারণে ইনফরমেশন নাও আসতে পারে বা ভুল আসতে পারে, তখন পূর্বের ট্রান্সজেকশন আইডি দিয়ে আবার ফরম পূরণ করলে ঠিক হয়ে যাবে। অসম্পূর্ণ এবং ভুল তথ্যযুক্ত এডমিশন ফরম বাতিল হয়ে যাবে। অনলাইনে আবেদন সাবমিট শেষে বিকাশে ফী জমা ভেরিফাইয়ের পর লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটের এডমিশন মেনু থেকে এডমিট কার্ড প্রিন্ট দিয়ে নিতে হবে। ভর্তি পরীক্ষার দিন অবশ্যই মূল এডমিট কার্ড সাথে নিতে হবে। যা স্ক্যান করে শিক্ষার্থীর উপস্থিতি হাজিরা নেওয়া হবে। স্কুলের ওয়েবসাইটের এডমিশন মেনুতে রেজাল্ট দেওয়া হবে। ভর্তি পরীক্ষায় উর্ত্তীর্ণ শিক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে স্কুল অফিস থেকে প্রয়োজনীয় ফি জমার রশিদ সংগ্রহ করে স্কুলের নির্ধারিত ব্যাংক একাউন্টে জমা দিতে হবে। ব্যাংকে ভর্তি ফি, সেশন ফি, জানুয়ারির বেতন জমার কপি, টিসি, অনলাইন জন্ম নিবন্ধন কপি এবং স্কুলের নিয়ম কানুন মেনে চলবে মর্মে স্কুল নির্ধারিত অংগীকার নামায় স্বাক্ষর করে ভর্তি হতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে উক্ত শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল বলে গণ্য হবে। |